তুলসী কুমার সিনহা:চিন্তন নিউজ: ১০ই নভেম্বর:–ছত্রিশগড় রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক কমরেড এস কুমার এর জীবনাবসান। ৮৪ বছর বয়সী কমরেড এস কুমার ,সি.পি.আই .এমের ছত্রিশগড় রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক গত বৃহস্পতিবার পড়ে গিয়ে আঘাত পান।তাঁকে চিকিৎসার জন্য রায়পুরে আনার পথে বিলাসপুরে তাঁর জীবনাবসান ঘটে।
কমরেড কুমার কয়লা শ্রমিক আন্দোলনের প্রধান ভূমিকা গ্রহণ করেন। কমরেড কুমার মধ্যপ্রদেশ সি আই টি ইউ প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
ছত্রিশগড় রাজ্য গঠিত হলে তিনি পার্টির ছত্রিশগড় রাজ্য কমিটির প্রথম সম্পাদক হন।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্য কমিটির সম্পাদক সঞ্জয় পরাতে।কমরেড এস কুমারের ইচ্ছানুযায়ী তাঁর মরদেহ রায়পুর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে।