নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১০ই নভেম্বর :–বুলবুলের জন্য সোমবারেও সাত জেলার স্কুল ছুটি ঘোষণা করলেন রাজ্য সরকার।
প্রসঙ্গত , বঙ্গোপসাগরে সৃষ্ট ভয়ংকর ঘূর্ণিঝড় ‘বুলবুল’ধেয়ে আসছে,আবহাওয়া দপ্তরের এই খবরে শনিবার রাজ্যের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার স্কুল ছুটি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু সেই ঝড় আছড়ে পড়ে শনিবার রাত এগারোটার পর। তারজন্য রাজ্যসরকারের ঘোষণা আগামীকাল অর্থাৎ সোমবার রাজ্যের সাত জেলায় স্কুল ছুটি থাকবে।এই জেলাগুলি হ’ল — দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতা।
‘বুলবুল’ এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বকখালি, সুন্দরবন, সাগরদ্বীপ এলাকায়। বুলবুল’আসার আগে থেকেই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারের তরফে। উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক কন্ট্রোল রুম খোলা হয়েছে। খোলা হয়েছে লঙ্গরখানা।
এতদসত্ত্বেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মানুষের মনে। ‘বুলবুল’ তার গতিপথ পাল্টেছে। বাংলাদেশ ও ত্রিপুরার অভিমুখে যাচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার পরিবর্তন বোঝা যাচ্ছে। তাই সোমবারের ছুটি, তাও হাওড়া,কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলোর স্কুলে!!! সঠিক কারণ বোঝা যাচ্ছে না।
এর আগে ছট্ পূজো শনিবার থাকায় সোমবার ছুটি ঘোষণা করেছিলেন রাজ্য সরকার, লক্ষীপূজো রবিবার থাকায় সরকারি দপ্তর সোমবার, মঙ্গলবার ছুটি ছিল। বিপর্যয় বা উৎসব যাইহোক, ছুটি একমাত্র সমাধান??প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এভাবে ছুটি কি শিক্ষাবর্ষে সিলেবাস শেষ করতে পারবে?? কি হবে রাজ্যের ভবিষ্যৎ??