জেলা

এবার আসানসোলেও রেড ভলান্টিয়ার্সদের উদ্যোগে কম্যুনিটি কিচেন


শবনম দাশগুপ্ত, চিন্তন নিউজ, ১২ই জুন: শুরু হয়ে গেল আসানসোল শহরে রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে কম্যুনিটি কিচেন “লাল-চে হেঁসেল”। ন্যূনতম ১৫ টাকা সহায়ক মূল্যে প্রতিদিন অন্তত দেড়শো-এর‌ও বেশি মানুষের হাতে তারা তুলে দিতে পারছেন গরম ভাত, ডাল, তরকারি এবং কখনো মাছ কখনো ডিম কখনো বা মাংস।

প্রথম দিনের মেনু কার্ড

সুস্বাদু, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার দুঃস্থ এবং অসুস্থ মানুষের হাতে তুলে দিতে সবসময় সতর্ক আসানসোল রেড ভলান্টিয়ার্স। প্রত্যেকদিন ব্যস্ততা বাড়ছে রেড ভলান্টিয়ার ছাত্র-যুবদের, কারন প্রত্যেকদিন‌ই “হেঁসেলে” মানুষের ভীড় আগের দিনের তুলনায় বাড়ছে।

কাজের অবসরে রেড ভলান্টিয়ারদের গানের আসর

গত ৭ই জুন এই কম্যুনিটি কিচেনটি চালু করা হয় আসানসোল ইসমাইলে। উদ্বোধন করেন আসানসোলের তিন বর্ষীয়ান সিপিআইএম কমরেড শ্রী রমেন ঘটক, শ্রী দেবু সেনগুপ্ত এবং শ্রী হরিসাধন ভান্ডারী। সেদিন উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী শ্রী তিমির বিশ্বাস।

কমিউনিটি কিচেনের উদ্বোধনী অনুষ্ঠান

মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়িয়েছেন এই “লাল-চে হেঁসেল”-এর। এর সাথে সাথে চলছে অক্সিজেন সিলিন্ডার জোগান দেওয়া এবং স্যানিটাইজেশনের কাজ। আসানসোলের জনগণ আগামী দিনের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছেন আসানসোল রেড ভলান্টিয়ারদের এই উদ্যোগের প্রতি।

কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে রেড ভলান্টিয়াররা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।