জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ:৩রা মে :- বিশ্বজুড়ে ভাইরাস আক্রান্ত বিভিন্ন দেশ। সেইসঙ্গে আমাদের দেশের করোনা প্রসূত সংকটে বরাবরের মতো বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে শুধুমাত্র বামপন্থীরাই। তাঁরা তা়ঁদের সীমিত সামর্থ নিয়েই মানুষের এই দুর্দিনে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বিপদগ্রস্ত অভাবপীড়িত পরিবারগুলির দিকে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। আজ চিনসুরা সেন্স সোসাইটি ও গড়বাটি ‘আমরা কয়েকজন’ সুইমিং ক্লাবের পলিচালনায় পোলবা ব্লকের আমমান গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত সাতগেড়ে গ্রাম ও তার আশেপাশের গ্রাম সমূহের দুঃস্থ ১৫২ টি পরিবারের পাশে এসে ত্রাণ সামগ্রী বিলি করলো।
সরকারের বহু প্রচার সত্বেও এই অঞ্চলের পরিবার গুলি সরকারি বা অন্য কোনো সংস্থার ত্রাণ থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল। এই সংস্থাদুটি ভবিষ্যতেও ত্রাণ নিয়ে মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। প্রসঙ্গত শুধুমাত্র এই পরিস্থিতি তেই নয়, গড়বাটি ‘আমরা কয়েকজন’ সুইমিং ক্লাবটি সারাবছরই রক্তদান শিবির, দুঃস্থ ছাত্রছাত্রীদের বইপত্র ও বস্ত্র প্রদানের মতো বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে।