রাজ্য

দিল্লিতে সিআইটিইউ এর পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান


চিন্তন নিউজ:৩০শে মে,২০১৯:পাপিয়া দাস মজুমদার:— সি আই টি ইউ -এর স্থাপনার ৫০ বছর পূর্ণ হলো আজ। এই উপলক্ষে মহালংকর হল, ভি পি হাউস নতুন দিল্লিতে খুব ধুমধামের সাথে পালিত হলো।
অনুষ্ঠান টির সূচনা হয় জন নাট্যমঞ্চের শিল্পীদের দ্বারা নাটক ও গণসংগীত এর মাধ্যমে।
অনুষ্ঠান টি পরিচালনা করেন সিটুর রাষ্ট্রীয় অধ্যক্ষা কমঃ হেমলতা। উনি সকল কর্মীদের সম্বোধন করেন। পরবর্তীতে সিটুর রাষ্ট্রীয় মহাসচিব কমঃ তপন সেন বক্তব্য রাখেন। উনি বলেন মজদুর আন্দোলনে আর্থিক শোষণের সাথে সাথে সামাজিক উৎপীড়ন কেও সংযুক্ত করতে হবে।
সিটুর পূর্ব অধ্যক্ষ কমঃ পদ্মনাভ ও কিষাণ সভার রাষ্ট্রীয় মহাসচিব কমঃ হান্নান মোল্লা প্রমুখ নেতাগণ। উনাদের মূল্যবান বক্তব্যে উঠে আসে মজদুর, কিন,শ্রমিক সহ সকল শ্রমজীবী অংশের মানুষের অধিকার রক্ষা ও ওদের দাবী আদায়ের আন্দোলন কে কিভাবে এগিয়ে নিতে হবে এবং শোষকের হাত থেকে শোষিতদের মুক্তি লাভ হবে তার ব্যাখ্যা করেন। সাথে শ্রমজীবীদের স্বার্থে তৈরী আইন কানুনকে ও রক্ষা করতে হবে। আর উদারবাদী আর্থিক নীতি আর বহু রাষ্ট্রীয় কোম্পানির সাম্রাজ্যবাদী নীতির পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলন কে কিভাবে জোরদার এগিয়ে নিয়ে যেতে হবে তার শপথ নেবার দিন আজ,এও বলেন।
তারপর এই স্থাপনা দিবসের সমাপনী মঞ্চ থেকে বিদায়ের প্রাক্কালে সবাই শপথ নিয়ে মঞ্চ ত্যাগ করেন।।
आज 30 मई, सी.आई.टी.यू. की स्थापना की 50वी वर्षगं|ठ | मजदूरो, किसानो एवं तमाम मेहनतकशो के अधिकारो की रक्षा , उनकी मांगो के लिए संघर्ष को आगे बढाने ,शोषण से मुक्ति के लिए लक्ष की ओर आगे बढने के लिए संकल्प लेने का दिन| मजदूरो के हित मे बने हुए श्रम कानूनो की रक्षा के लिए, जनतान्त्रिक अधिकारो की रक्षा , धर्म निरपेक्षता और सामाजिक सद्भाव की रक्षा के लिए, उदारवादी आर्थिक नीतियो और बहुराष्ट्रीय कंम्पनियो की घुसपैठ तथा साम्राज्यवादी साजिशो के खिलाफ संयुक्त संघर्षो को और मजबूत करने के लिए संकल्प लेने का दिन|
मजदूर किसान एकता जिन्दाबाद | सी.आई.टी.यू. जिन्दाबाद |

  • सीटू की स्थापना सम्मेलन (1970,कोलकाता) मे भागीदार तमाम साथियो को मेरा लाल सलाम.

गंगेश्वर दत्त शर्मा
जिलाध्यक्ष
सीटू गौतबुध्दनगर


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।