দেবী দাস: চিন্তন নিউজ:৩রা মে :- কলকাতা জেলার বেহালা পশ্চিম (১) আঞ্চলিক কমিটি আজ লকডাউনের সমস্ত নিয়মাবলী মেনে ১৩২ নং ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছে।স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়া নিয়ে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আন্দোলন।
(১ )প্রত্যেক পরিবারকে রেশনে ৩৫কেজি শস্য
(২ )অসংগঠিত শ্রমিকদের ৭৫০০ টাকা এবং জনধন প্রকল্পে প্রত্যেককে ৫০০ টাকা দিতে হবে।
(৩ )রেগায় কাজে উপযুক্ত মজুরি নচেৎ ক্ষতিপূরণ দিতে হবে।
(৪ )স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত সমস্ত অংশের কর্মী, চিকিৎসক, নার্স , সাফাইকর্মী, আই সি ডি এস,আশাকর্মী, পৌরসভার স্বাস্থ্য কর্মীদের প্রত্যেককে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিতে হবে।
(৫) মহিলা সহ পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।