প্রতিবেদক: কাবেরী ঘোষ: চিন্তন নিউজ:১১ই জুন:– ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে যখন গোটা বিশ্ব তোলপাড়, ঠিক তখন চীন ও রাশিয়া যোগাযোগ নিজেদের মধ্যে সড়ক যোগাযোগ সুদৃঢ় করতে একটি সড়ক ব্রিজ চালু করা হলো। দুবছর আগে ব্রিজটির কাজ শেষ হলেও সেটি উদ্বোধন করা সম্ভব হয় নি মহামারী করোনার কারনে। ইউক্রেন কে নিয়ে পশ্চিমী দেশগুলোর সাথে রাশিয়ার মতবিরোধের মধ্যে আমুর নদীর ওপর নির্মিত এই দীর্ঘ ব্রিজ উদ্বোধনের মাধ্যমে এশিয়ার প্রতি রাশিয়ার গুরুত্বর বিষয়টি স্পষ্ট হলো। এই ব্রিজটি চীনের হেইএর সঙ্গে সুদুর পূর্ব রাশিয়ান শহর ব্লাগোভেশচেনস্কের মধ্যে সংযোগ স্থাপন করবে। ব্লাগোভেশচেনস্কে শুক্রবার উদ্বোধনে প্রথমে কয়েকটি মালবাহী ট্রাক ব্রিজটি পার করে।
বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে সামনে রেখে যুদ্ধের তিক্ততার মধ্যেই মস্কো ও বেইজিং নিজেদের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহোযোগিতা বৃদ্ধি করে এক্ষেত্রে একটি ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে। সরকারি পরিসংখ্যান বলছে এই দুই লেনের ব্রিজটি তৈরী করতে ব্যয় হয়েছে প্রায় ঊনিশ বিলিয়ন রুবেল।