কিংশুক ভট্টাচার্য:বাঁকুড়া: চিন্তন নিউজ:- ১৪ই জুন :- আজ চে গুয়েভারার জন্মদিবসে জেলার বিভিন্ন অংশে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, মানুষের মুক্তি সংগ্রামের প্রিয় নেতা চে’ গুয়েভারার ৯৩তম জন্মদিন শ্রদ্ধা ভালবাসা ও আবেগের সাথে পালন করেছে। মূলত রক্তদান কর্মসূচী ও অন্যান্য কর্মসূচী সহ দিনটি পালন করেছে।

বড়জোড়ায় পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সহসভাপতি দেবীপ্রসাদ রায় ।পরে প্রদীপ পান্ডা। রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। কর্মসূচীতে অংশগ্রহন করে ৩১জন যুব কর্মী রক্তদান করেন।
কোতুলপুরের দেশড়ায় একই ভাবে রক্তদান কর্মসূচী পালন করা হয়। সংগঠনের পতাকা উত্তোলন করে কর্মসূচীর সূচনা হয়। পতাকা উত্তোলন করেন যুব সংগঠনের আঞ্চলিক কমিটির সম্পাদক। রক্তদানের কর্মসূচী শুরুর পূর্বে বর্তমান পরিস্থিতি ও চে’ গুয়েভারার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন যুব ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জি। আলোচনার পরে রক্তদান কর্মসূচীতে ১০৯জন অংশগ্রহন করে রক্তদান করেন।
