সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৪ ই জুন :—-ধার নেওয়া শেষ সীমায় পৌছে যাওয়ায় রাজ্যসরকার আর কর্মী মহার্ঘ ভাতা দেওয়ার অক্ষমতা প্রকাশ করল। হাতে টাকা নেই করিতকর্মা রাজ্যসরকারের। এত ধার করেছে যে আর ধার করতেও পারবে না রাজ্যসরকার। আর তাই সরকারি কর্মচারীদের আর মহার্ঘ ভাতা দেওয়া যাবে না। বুধবার “”স্যাট “” এ এমন টাই জানালেন সরকারি আইনজীবী অপুর্ব লাল বসু।। তিনি বুধবার আদালতে জানিয়েছেন রাজ্যসরকার যে পরিমান ধার করেছে তার পরিপ্রেক্ষিত এ কর্মচারী ডি.এ.দেওয়ার জন্য আর ধার করতে পারবে না।।ফলে কর্মচারী দের পাওনা ডি.এ. আর মেটান সম্ভব না সরকার এর পক্ষে।। এদিন সরকার আইনজীবী বলেন যে রাজ্য সরকার এর যে সম্পদ আছে তার তিন শতাংশ ধার হিসাবে নেওয়া যায়।এটাই কেন্দ্রীয় সরকার এর সিলিং।।ফলে সিলিং এর বাইরে ধার করে রাজ্য সরকার আর কর্মচারী বকেয়া ডি. এ. দিতে পারবে না।।সবথেকে মজার কথা এই স্যাট ই আগে বলেছিল মহার্ঘ ভাতা রাজ্য সরকার এর “দয়ার দান “”…কিন্তু কলকাতা হাইকোর্ট স্যাটের এই নির্দেশ কে খারিজ করে দিয়ে বলেছিলেন মহার্ঘ ভাতা রাজ্যসরকারি কর্মচারীদের অধিকার ও ন্যায্য পাওনা।।রাজ্য সরকারি কর্মীদের পক্ষে এদিন সাওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম।।
