কলমের খোঁচা

হৃদয়ে চে’-গুয়েভারা


মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:১৪ই জুন:– বুকে ” চে ” এর ছবি ওয়ালা টি- সার্ট অথচ সে জানেই না এই প্রেমীক কে ছিলেন…
দুনিয়ার মুক্তি কামি মানুষের লড়াইটার সাথে প্রেম করতে গিয়ে যিনি নির্দ্বিধায় ডাক্তারি ছেড়ে বন্দুক হাতে তুলে নিতে পারেন তাঁকে প্রেমিক না ভেবে শুধু বিপ্লবী আমি ভাবতে পারিনা….
হৃদয়ে প্রেম না থাকলে বিপ্লব কখনোই সম্ভব নয়, প্রেম সমাজের প্রতি , প্রেম লড়াই এর প্রতি, প্রেম নিজের প্যাশান এর প্রতি তারই নাম
” চে ” ইর্নেস্তো চে গেভারা….
যে মানুষটা মৃত্যু মুখে দাড়িয়ে একটা সিগারেট টানার আবদার করতে জানে সে অবশ্যই আমার কাছে সেরা প্যাশনেট পার্সন ,

যে বলে ” মাথা নিচু করে বেঁচে থাকা অপেক্ষা দাড়িয়ে মৃত্যু বরণ করা ভালো ” হ্যাঁ সে আমার কাছে সেরা প্রেমিক….

তাই ৯ খানা বুলেট একজন ” চে ” কে মারতে পারেনা, ” চে ” তুমি বেঁচে আছো , ” চে ” তোমার মৃত্যু নেই….

তুমি বেঁচে আছো পৃথিবীর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানুষের মধ্যে.

তাই…..
“চে” তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় ” !–সূনীল গঙ্গোপাধ্যায় এর লেখা, এই বাক্যটি আমারও মনের কথা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।