রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২৬ জুন: একটি সরকারি সংস্থার কর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন হাতে না পেয়ে আত্মহত্যা করেছেন পাঁচ ঠিকা কর্মী। দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার অবস্থা কতটা অবহেলার কারণে এমন হতে পারে? এ প্রশ্ন জনসাধারণের মধ্যে বিশেষ ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অনেকেরই ধারণা, বি এস এন এল বিক্রীর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের অন্যতম ঐতিহ্যসম্পন্ন সংস্থাটি জনসাধারণের সেবায় নিয়োজিত অত্যন্ত কার্যকরী ও সহজলভ্য। এটির বর্তমান চরিত্রকে ওলোটপালট করে দিলে সাধারণ উপভোক্তারাই যার পর নাই ক্ষতিগ্রস্ত হবেন।
অন্যদিকে কর্মচারীদের স্বার্থ অক্ষুন্ন রাখার দাবিতে রাজনৈতিক দলমত নির্বিশেষে পাঁচটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সোমবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়, নির্বাচন শেষ হলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সংশ্লিষ্ট কর্মীদের দুরবস্থা সহ্যের সীমা অতিক্রম করেছে। এই পরিণতি আর বেশীদিন মেনে নেয়া শ্রমিক স্বার্থের পরিপন্থী। এই অবস্থার আশু প্রতিকারের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া অনিবার্য। প্রয়োজনে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।
অবস্থান শেষে যৌথমঞ্চের প্রতিনিধিরা সিজিএম-এর কাছে ডেপুটেশন দিয়ে তাঁদের ভবিষ্যৎ কর্মসূচি জানিয়ে দেন।