দেশ

বিপর্যস্ত এয়ার ইন্ডিয়ার পরিষেবা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৭ এপ্রিল: দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে বিপর্যস্ত হয়ে থাকলো এয়ার ইন্ডিয়ার পরিষেবা।
সার্ভার ডাউন থাকায় বিশ্বজুড়ে এই বিপত্তি।শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত গোটা বিশ্বেই এয়ার ইন্ডিয়ার পরিষেবা ব্যাহত ছিল। দিল্লি, মুম্বাই সহ বিভিন্ন জায়গায় যাত্রীরা আটকে রয়েছেন। সার্ভার ডাউনের ফলে কয়েক হাজার যাত্রীকে নাকাল হ’তে হয়েছে। এক যাত্রী টুইটারে লেখেন সিটা (SITA) সফটওয়্যার টি বন্ধ হয়ে যাওয়ায় কেবলমাত্র মুম্বাই বিমানবন্দরে দু’হাজার যাত্রী আটকা পড়ে গেলেন। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বানী লোহানী বলেন এটি একটি যান্ত্রিক ত্রুটি। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কানেকটিং ফ্লাইট মিস হয়ে যাওয়ার আশঙ্কায় অনেক যাত্রী ।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন অনিচ্ছাকৃত ত্রুটির জন্য তাঁরা দুঃখিত।
ব্রিটিশ এয়ারওয়েজের তরফ থেকে এক যাত্রীর ট্যুইটের জবাবে বলা হয়, ”কানেকটিং ফ্লাইট মিস হয়ে গেলে এয়ারপোর্টের স্টাফরা সবরকমভাবে সাহায্য করবে।” এর আগে গত বছর জুন মাসে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০১৮-র ২৩ জুন এয়ার ইন্ডিয়ার যান্ত্রিক ত্রুটির কারণে দেশের ২৫টি বিমান দেরিতে উড়েছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।