দেশ বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী সঙ্কোচের পরিকল্পনা আশঙ্কার বাতাবরণ সৃষ্টি করছে।


শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ: ২৮ শে আগস্ট:- দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এখন ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ ,শুরু হয়েছে নির্মমভাবে কর্মী ছাঁটাই। ফলে যথেষ্ট উদ্বেগে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীগণ । দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন যথেষ্ট খারাপ। বিভিন্ন সংস্থায় দেখা দিয়েছে চূড়ান্ত মন্দা। এমনিতেই করোনা ও লকডাউনের প্রভাবে বেড়েই চলেছে কর্মহীন মানুষের সংখ্যা। তারপর আবার তথ্যপ্রযুক্তি শিল্পে দেখা দিয়েছে গভীর সংকট।

বিশ্ব জুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে দেখা দিয়েছে এই মন্দা । বিশ্বের প্রথম সারির দেশগুলিতে চাকরি ক্ষেত্রে দেখা দিয়েছে কঠিন পরিস্থিতি। লকডাউনে ক্ষতিগ্রস্ত আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রথম সারির সংস্থাগুলি। শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। ইনফোসিস, অ্যাকসেঞ্চারের মত বৃহৎ সংস্থাও কর্মী সঙ্কোচের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতিকে গুছিয়ে আনার পরিকল্পনা করছে।

ভারতেও এর প্রভাব পড়বে এ কথা বলাই বাহুল্য।আইটি কোম্পানিগুলির দাবী বর্তমান বাজার দরের কথা ভেবেই তারা পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হচ্ছেন যে মধ্যবর্তী লেভেলের কর্মীদের ছেঁটে ফেলা হবে ।একদিকে নতুন কর্ম সংস্থানের সম্ভাবনা যেমন একেবারেই দেখা যাচ্ছে না, অন্যদিকে কর্ম হারানোর আশঙ্কায় পরিস্থিতি ক্রমেই হতাশা ব্যাঞ্জক হয়ে উঠছে।

ভারতে আইটি ক্ষেত্রে কর্মী সংখ্যা প্রায় তিরিশ লক্ষ। ব্যয় সঙ্কোচ করতে কর্মী সংখ্যা কমিয়ে আনার যে উদ্যোগ সংস্থাগুলির পক্ষ থেকে নেওয়া হচ্ছে তাতে ভারতে প্রায় চল্লিশ হাজার কর্মী কর্মহীন হয়ে পড়বে বলে দাবী করা হয়েছে” মিডল লেভেল ” আইটি কর্মীদের এক প্রতিবেদনে।

গত সোমবার (24.8.2020) সিপিআই(এম)র যুব সংগঠন ও এআইআইটিইউ র উদ্যোগে কোলকাতায় তথ্য প্রযুক্তি অঞ্চলে একটি প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।