দেশ

ত্রিপুরাতে বিজেপি – র তালিবানি রাজ


পাপিয়া মজুমদার: চিন্তন নিউজ:৮ই সেপ্টেম্বর:- আজ ত্রিপুরাবাসি প্রত্যক্ষ করলো সিপিআই(এম) এর উপর বিজেপি কর্মীদের হিংস্র আক্রমণ। ভাড়া করা গুন্ডা বাহিনী নিয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সি পি আই(এম) এর সমর্থকদের উপর ইট, পাটকেল, লাঠি, রড নিয়ে হামলা চালায়। বিজেপি গুন্ডাদের প্রত্যেকের সাথে কোমরে পিস্তল থাকতেও দেখা গিয়েছে। তারা বেশ কিছু বামপন্থী কর্মী সমর্থক আইনজীবির বাড়ি ঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এতেও তারা ক্ষান্ত হয়নি।

সি পি আই (এম) এর বেশ কয়েকটি পার্টি অফিসে, এমনকি মিডিয়া অফিসেও ভাঙ্গচুর করে আগুন লাগিয়ে দেয়। বেশ কয়েকটি বাইক স্কুটার, গাড়িতেও অগ্নি সংযোগ করে। মিডিয়ার গাড়িকেও নিস্তার দেয়নি। ‘প্রতিবাদী কলম’, ‘নিউজ২৪ ‘-এর অফিসে ভাঙচুর করে অগ্নি সংযোগ করে হুজ্জতি চালিয়ে যাচ্ছে। তালিবানি শাসন কাকে বলে আজ ত্রিপুরার লোক তথা সমগ্র দেশের লোক প্রত্যক্ষ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।