জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৮ সেপ্টেম্বর, ২০২১ – ৮ সেপ্টেম্বর — আজ ভারতের যুব ফেডারেশন ভাতার-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রক্তদান শিবির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি স্বর্ণেন্দু দাস। করোনা বিধি মেনে ৩ জন যুবতী সহ মোট ৩৬ জন রক্তদান করেন।

২৭ সেপ্টেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সফলের দাবীতে, সকলের জন্য বিনামূল্যে দ্রুততার সাথে ভ্যাকসিনের দাবিতে,জাতীয় সম্পদ বিক্রির বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবি সহ ১৫ দফা দাবির ভিত্তিতে আজ সি পি আই ( এম) বর্ধমান সদর ১ এরিয়া কমিটির আহ্বানে নবাবহাট মোডে পথসভা হয়। বক্তব্য রাখেন হাসনাত জালালি, শ্রীকান্ত ঘোষ, চন্দন সোম, চন্ডী চরণ লেট। সভাপতিত্ব করেন নজরুর ইসলাম।

২৭-শে অক্টোবর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সি,আই,টি ইউ কালনা ২ সম্বনয় কমিটির উদ্যোগে সেনেরডাঙ্গা বাজারে পথসভা হয়। এই সভায় সভাপতিত্ব সনাতন টুডু । বক্তব্য রাখেন সি,আই,টি ,ইউ নেতৃত্ব মহম্মদ শা, সাঃ ভাঃ ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষে আলিম মণ্ডল, কৃষক সভায় পক্ষে অশোক ব্যানার্জী, ডি,ওয়াই ,এফ আই – এর পক্ষে পিযুষ চ্যাটার্জী , কৃষক সভায় পক্ষে অশোক ব্যানার্জী ।

আজ ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে গুসকরা পূর্ব এরিয়া এলাকার গুসকরা শহর আঞ্চলিক কমিটির সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মালা দেওয়ার মধ্যে দিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি ছিলেন বিষ্ণু পদ সিনহা। উপস্থিত ছিলেন সম্পাদক দেবেন্দ্র নাথ সাধু, জ্ঞান দাস ঠাকুর, ওড়ম্বা পদ মন্ডল,বিজ্ঞান মঞ্চের পক্ষে অমল দাস,গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে রতন বসু প্রভৃতি বিশিষ্ট ব্যাক্তিরা আলোচনায় অংশ গ্রহন করেন।

সারা ভারত কৃষক সভা জামালপুর ১ব্লক কমিটির অমরপুর শাখার অঞ্চল কৃষক সভার ৮ম সম্মেলন অনুষ্ঠিত হল মুইদিপুর গ্রামে। সম্মেলন শুরু হয় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্য দানের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন মুকুল দলুই। উপস্থিত ছিলেন বিজন ঘোষ, সুশীল শাসমল ও ভোলা পাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।