দেশ

নতুন নাগরিকত্ব আইন(সিএএ) সমর্থনের আড়ালে বিজেপির নতুন ফাঁদ।।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ:৬ই জানুয়ারি:-নতুন নাগরিকত্ব আইন(সিএএ) সমর্থনের আড়ালে বিজেপির নতুন ফাঁদ।।
ঘটনার সূত্রপাত নতুন সিএএ আইনের সমর্থন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ,টুইটারে শেয়ার করা একটি নাম্বার।তিনি জানিয়েছিলেন যারা সিএএ সমর্থন করেন ,তারা ঐ নম্বরে মিসড কল দিলেই তার নাম নথিভুক্ত সমর্থক হিসেবে গন‍্য হবে।দলের তরফেও ঐ একই প্রচার করা হয়।কিন্তু বাস্তবে দেখা যায় ঐ নাম্বার থেকে বিভিন্ন টোপ দিয়ে ফোন আসতে থাকছে।একই নাম্বার থেকে কখনও বন্ধুত্ব ,কখনও নিখরচায় বিনোদন ,যৌনতা ছাড়াও চাকরির প্রস্তাব, ল‍্যাপটপ ,ঘড়ি অ্যাপের সাবস্ক্রিপশন।

প্রকৃতপক্ষে বিপুল সংখ্যক সমর্থক জোগাড় করতে এমন অভিনব কৌশল নিয়েছে বিজেপির আইটি সেল।অর্থাৎ সিএএ সমর্থক বাড়বে দ্রুত গতিতে।এখন বিজেপি এই,ঘটনাটিকে অতি উৎসাহী দের কাজ বলে মুখ ঢাকার চেষ্টায় ব‍্যাস্ত।পশ্চিমবঙ্গের বিজেপির আইটি সেলের সদস্য জয় মল্লিক বলেন ,অতি উৎসাহী রা যদি একাজ করে থাকে দল তার দায় নেবেনা।

রাজ‍্য প্রশাসনের তরফে যদিও বলা হচ্ছে ,আইনের চোখে এটা প্রতারনা ,কিন্তু এর বিরুদ্ধে কোনো ব‍্যাবস্থা নেওয়া হয়নি।সিএএ বিরোধীরা বলছেন দেশজুড়ে এই আইনের বিরুদ্ধে আন্দোলন ,গন আন্দোলনের রূপ নেওয়ায় ভীত বিজেপি একে যে কোনো প্রকারে ঠেকাতে এই কৌশল নিয়েছে।প্রকৃতপক্ষে প্রকাশ‍্যে যে গনভোটে হয়েছে তাতে হেরে মরীয়া বিজেপি।এমনকি একই নাম্বার থেকে ‘রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী দেখতে চাই’ বলেও মিসড কলের ফাঁদ পাতা হয়।

কোনো বিশেষ কাজের জন‍্যে নেওয়া নম্বর অন‍্য কাজে ব‍্যাবহার করলে তা সাইবার ক্রাইম এর আওতায় পড়ে।রাজ‍্য সরকার ইচ্ছে করলেই প্রকৃত দোষী কে খুঁজে বার করতে পারে।তার বিরুদ্ধে আইনি ব‍্যাবস্থা ও নেওয়া সম্ভব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।