পাপিয়া মজুমদার : চিন্তন নিউজ:৪ঠা জানুয়ারি ২০২১:- দিল্লির কৃষক আন্দোলনে হাতেনাতে ধরা পড়লো এক আর এস এস কর্মী। কৃষক আন্দোলনে বিজ্ঞাপন পত্র বিলি করছিলো এক আর এস এস কর্মী। সেই বিজ্ঞাপন পড়েই দু’য়েক জনের সন্দেহের নজরে এসে পড়ে উক্ত আর এস এস কর্মী। তাকে ঘিরে প্রথমে আদর আপ্যায়ন করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তাকে রূপেন্দ্রর নামে এক্সপার্ট ট্রেনিং প্রাপ্ত আর এস এস কর্মী তাকে এখানে পাঠিয়েছে বিজ্ঞাপন পত্র বিলির জন্য।
কিষান ভাইয়েরা তার কাছে জানতে চাইলেন এখানে এসে তার কেমন মনে হলো? সে তাদের এই প্রশ্নের উত্তরে জানালো,যদি এই কাজটি আজ অন্য কোথাও হতো, তবে তাকে এতক্ষণে অনেক অত্যাচার সহ্য করতে হতো। নেহাৎ কৃষকদের মাঝে হয়েছে বলে সে এত আদর আপ্যায়ন পেয়েছে। সে আরও জানিয়েছে, সে অনেক বড় ভুল করেছে এখানে এসে।কৃষক ভাইরা সত্যিই অনেক সরল সোজা। সত্যিকারের দাবী আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সে আগামীতে এ ধরনের কাজ আর করবে কিনা তার উত্তরে জানালো – আর কোনো কাজ করার আগে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাবে,অন্যের কথায় নয়। তারা কি কি ভাবে প্রচার চালায় তার জবাবে জানায়,” হিন্দু, রাম, মোদি ই সব। এরা আছে বলেই আমরা আছি ইত্যাদি ইত্যাদি। এইসব বলে লোকের মনে জায়গা করে নেওয়া। “
এর থেকেই বোঝা যাচ্ছে কিভাবে মোদি ভক্ত তথা আর এস এস মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত।