খেলাধূলা দেশ

বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলির বিশ্রাম।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৫শে অক্টোবর:–বুধবারই আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন সৌরভ গাঙ্গুলি৷ বৃহস্পতিবার ঘোষণা হয় বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ৷ সৌরভের জমানায় এমএসকে প্রসাদদের এটিই প্রথম দল নির্বাচনী বৈঠক৷ ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফর থেকে টানা খেলে আসছেন বিরাট৷ ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন সদ্য বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই কোহলিকে বিশ্রাম দেওয়ার আগে মহারাজের সঙ্গে আলোচনা করে নেন জাতীয় নির্বাচকরা৷

ভারতীয় দলে এসেছে কিছু নতুন মুখ । আর বাদ গেল কয়েকজন। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনকে টি-২০ দলে জায়গা করে দেওয়া হয়েছে৷ বিজয় শঙ্করের পরিবর্তে প্রথমবার জাতীয় দলের দরজা খুলে দেওয়া হয়েছে শিবম দুবের সামনে৷ যুবেন্দ্র চাহালের সঙ্গে টি-২০ দলে ফিরেছেন শার্দুল ঠাকুর৷ কোহলির পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও৷ চোটের জন্য হার্দিক পান্ডিয়ার নাম বিবেচনা করেননি নির্বাচকরা৷

টেস্ট দলে অবশ্য চমক বলতে একটাই৷ রাঁচিতে অভিষেক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নেওয়া শাহবাজ নদিমকে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি৷

ভারতের টি-২০ দল:: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পাণ্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চহার, দীপক চহার, খলিল আহমেদ, শিবম দুবেম ও শার্দূল ঠাকুর৷

ভারতের টেস্ট দল :: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল ও ঋষভ পন্থ (উইকেটকিপার)।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।