শ্রীমন্ত মুখার্জি,চিন্তন নিউজ:০২/০৩/২০২৩:- ময়ূরেশ্বর-১ এরিয়া কমিটির অন্তর্গত মল্লারপুর-২ অঞ্চলে ‘অঞ্চল নির্বাচনী কমিটি’র সভা অনুষ্ঠিত হয় আজ। আজকের সভায়।উপস্থিত আছেন সিপিআইএম পার্টির জেলা নেতৃত্ব অরূপ বাগ ও তমাল চন্দ্র দে এবং পার্টি নেতৃত্ব শিশির দে, অশোক লেট, অরুণ রায় ও শিবদাস লেট॥
রামপুরহাট পিএসসি স্লিপার ফ্যাক্টরির ১১০ জন অস্থায়ী শ্রমিককে অবিলম্বে কাজ দিতে হবে। এই দাবিতে সিআইটিইউর উদ্যোগে ফ্যাক্টরির গেটে পিকেটিং ও বিক্ষোভ দেখালো শ্রমিকরা। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা অমিতাভ সিং, রঞ্জিত ব্যানার্জী, সিরাজুল ইসলাম প্রমুখ।
ময়ূরেশ্বর-১ ব্লকের মল্লারপুরে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সাগরদীঘি উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থীর বিপুল জয়ে অভিনন্দন জানিয়ে মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক অরূপ বাগ, এরিয়া কমিটির সম্পাদক তমাল চন্দ্র দে সহ কর্মী সমর্থকগণ।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে নলহাটী ১ নং ব্লকের বানিওড়ে অঞ্চল নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করছেন সঞ্জীব বর্মণ