মধুমিতা রায়, চিন্তন নিউজ, ২২ নভেম্বর: আজ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ২৬ শে নভেম্বর, ২০২০ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সঙ্গে একযোগে ধর্মঘটে সামিল হতে সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করেন। জাতীয় শিক্ষানীতি বাতিল, টেট, এস.এস.সি তে স্বচ্ছ নিয়োগের দাবি, দ্রব্য মূল্য বৃদ্ধি, কৃষি আইন সংশোধন ও শ্রমকোড বাতিল ইত্যাদি দাবির সপক্ষে এই মিছিলে পা মেলান অসংখ্য শিক্ষক শিক্ষিকা।

মিছিল উপলক্ষ্যে জমায়েত ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সুজাতা পাল, জয়ন্ত চক্রবর্তী, তুষার গোস্বামী, মধুমিতা রায়, সুব্রত ঘোষ। সার্কেল কমিটির নেতৃবৃন্দ সহ কাউন্সিল সদস্যরা মিছিলের সিংহভাগে ছিলেন। আগামী ২৬শে সকলেই বন্ধে সামিল হবেন এই অঙ্গীকার নিয়ে মিছিল শেষ হয়।