রাজ্য

পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক কতচার সপ্তাহের মধ্যে জানাতে হবে সরকারকে– হাইকোর্টের নির্দেশ


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:০৩/০৩/২০২৩:- পুনরায় বিপাকে পশ্চিমবঙ্গ সরকার । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এর ডিভিশন বেঞ্চ এক নির্দেশ নামায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছেন তা জানাতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে । পশ্চিমবঙ্গের বহু মানুষ এখানে কর্মসংস্থান করতে না পেরে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে কাজের সন্ধানে । এরপর করোনা কালে অমানুষিক দুর্দশাতে পড়েন বাইরে থাকা শ্রমিক রা তাঁদের পরিবারের পরিজন ও সন্তানদের নিয়ে । রাজ্য সরকারের অপরিনাম দর্শীতার জন্য বহু কষ্টে কেউ পায়ে হেঁটেও নিজের বাড়ীতে ফিরেছেন । এখন এই সব পরিযায়ী শ্রমিক এর সংখ্যা কত সেটাই জানে না পশ্চিমবঙ্গ সরকার । এক আইনি অধিকার কর্মী পরিযায়ী শ্রমিক এর সংখ্যা কত তা জানতে হাইকোর্টে মামলা দায়ের করেন । তাঁর দাবি ২০১১ সাল থেকে এ বিষয়ে বার বার রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হলেও তার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি । পরবর্তী কালে আর এক একজন তথ্য জানার অধিকার আইনে তথ্য জানতে চাইলে জানা যায় যে এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে কোন সদুত্তর নেই । এর পরেই মামলা দায়ের করা হয়। সুত্রের মারফত জানা গেছে যে রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছেন তার পুরো তথ্য সরকার এর কাছে থাকা প্রয়োজন । তাছাড়া কোন কারখানায় পাঁচ জনের বেশি শ্রমিক থাকলেই তা কারখানার তরফ থেকে রাজ্য সরকারের জানানো হয় । রাজ্য সরকারের একজন ইন্সপেক্টর থাকেন এই সংক্রান্ত তথ্য রাখার জন্য । তা স্বত্তেও কেন সরকার প্রকৃত তথ্য দিতে পারছে না প্রশ্ন সেই জায়গায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।