সুপর্ণা রায়: চিন্তন নিউজ:০৩/০৩/২০২৩:- পুনরায় বিপাকে পশ্চিমবঙ্গ সরকার । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এর ডিভিশন বেঞ্চ এক নির্দেশ নামায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছেন তা জানাতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে । পশ্চিমবঙ্গের বহু মানুষ এখানে কর্মসংস্থান করতে না পেরে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে কাজের সন্ধানে । এরপর করোনা কালে অমানুষিক দুর্দশাতে পড়েন বাইরে থাকা শ্রমিক রা তাঁদের পরিবারের পরিজন ও সন্তানদের নিয়ে । রাজ্য সরকারের অপরিনাম দর্শীতার জন্য বহু কষ্টে কেউ পায়ে হেঁটেও নিজের বাড়ীতে ফিরেছেন । এখন এই সব পরিযায়ী শ্রমিক এর সংখ্যা কত সেটাই জানে না পশ্চিমবঙ্গ সরকার । এক আইনি অধিকার কর্মী পরিযায়ী শ্রমিক এর সংখ্যা কত তা জানতে হাইকোর্টে মামলা দায়ের করেন । তাঁর দাবি ২০১১ সাল থেকে এ বিষয়ে বার বার রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হলেও তার সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি । পরবর্তী কালে আর এক একজন তথ্য জানার অধিকার আইনে তথ্য জানতে চাইলে জানা যায় যে এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে কোন সদুত্তর নেই । এর পরেই মামলা দায়ের করা হয়। সুত্রের মারফত জানা গেছে যে রাজ্যে কত পরিযায়ী শ্রমিক আছেন তার পুরো তথ্য সরকার এর কাছে থাকা প্রয়োজন । তাছাড়া কোন কারখানায় পাঁচ জনের বেশি শ্রমিক থাকলেই তা কারখানার তরফ থেকে রাজ্য সরকারের জানানো হয় । রাজ্য সরকারের একজন ইন্সপেক্টর থাকেন এই সংক্রান্ত তথ্য রাখার জন্য । তা স্বত্তেও কেন সরকার প্রকৃত তথ্য দিতে পারছে না প্রশ্ন সেই জায়গায়।
Related Articles
বাদাবনের বাস্তু তন্ত্রের নতুন বিপদ! হলুদ ম্যানগ্রোভ কিসের সংকেত? ভীত বিশেষজ্ঞরা ::—-
রত্না দাস: চিন্তন নিউজ:১লা জুন:- উম্পূন ঝড়ের দু’দিন পর থেকেই গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছিল। তার দুই দিন পর গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরতে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের ঝড়ের ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন গাছের পাতা সবুজ থেকে বিবর্ণ হয়ে হলুদ হয়ে ঝরে পড়ছে এটা কি বাঁশ গাছের ফুল ধরার মতো কোনো বিপদ !! বহু ঝড় দেখা […]
ক্লিয়ো ভেনচার–২০২০
চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২১শে ফেব্রুয়ারি:– গতকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে (রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ,অটোনমাস) একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। গ্রীসের ইতিহাসের দেবী ক্লিয়ো।তাঁর নামেই বিগত চার বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে এই কলেজের ইতিহাস বিভাগ। ছাত্রছাত্রীদের ইতিহাস চর্চা ও অনুশীলনের মঞ্চরূপেই এই উৎসবের আয়োজন। এই বছর এই সেমিনারের বিষয় […]
কুমোরটুলির উদ্ভবের ইতিহাস।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ :২১শে সেপ্টেম্বর:–২৩শে এপ্রিল ১৬৯০ ঔরঙ্গজেব ইংরেজদের ভারতে বানিজ্য করার অনুমতি দেয়।। বছরে ৩০০০ টাকার বিনিময়ে এই অনুমতি দেওয়া হয়।।১৬৯০সালের ২৪ শে অগাস্ট ত্রিশজনের একটা দল নিয়ে সুতানটিতে পা রাখেন জব চার্নক।। সুতানটির পাশের গ্রাম কলকাতাতে হ’ল কোম্পানির প্রধান বানিজ্য কুঠি।। শুরু হল বেনিয়া ইংরেজদের খেলা।। তখনও বনিকের মানদন্ড পরিনত হয়নি রাজদণ্ডে।। ১৬৯৮ […]