মীরা দাস :চিন্তন নিউজ:-২০শে জুন:–থানা উদ্বোধনের আগেই ,ভাটপাড়া রণক্ষেত্র …বাড়ীর ছাদ থেকে বোমা ,গুলি নিক্ষেপ ,মৃত ১ ।
সকাল সাড়ে দশটা নাগাদ ভাটপাড়া রণক্ষেত্র। প্রসঙ্গত জগদ্দল থানা ভেঙে হওয়া নতুন ভাটপাড়া থানার উদ্বোধন হওয়ার কথা ।এই নিয়ে দুই দল দুষ্কৃতিদের মধ্যে বোমাগুলির সংঘর্ষ শুরু হয় ।প্রথমে কাঁকিনাড়ার নয়াবাজার এলাকায় বোমা গুলি চলে ,পরে চার এবং পাঁচ নম্বর রেল সাইডিং এলাকায় তা ছড়িয়ে পড়ে।সব দোকান পাঠ বন্ধ হয়ে যায়। গলিতে গলিতে তল্লাশি শুরু করেন ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট ডি,এস ,পি আনন্দ রায় ,এবং তার নেতৃত্ব। পুলিশ কে দেখে ছাদ থেকে বোমা গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।