সুদীপ্ত পোদ্দার: চিন্তন নিউজ:২৫শে এপ্রিল:- দিকে দিকে রাজ্য জুড়ে দেশ জুড়ে মানুষের পাশে রয়েছে বাম কর্মী সমর্থকরা। বেঁচে থাকার ন্যুনতম দাবীগুলি পূরনে মানুষের সাথে থাকার অঙ্গীকারকে সামনে রেখেই যাদের পথ চলা। বর্তমান মহামারীর সংকটকালে নিজেদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী নিয়ে তারা হাজির দুঃস্থ শ্রমজীবী মানুষের কাছে।
গতকাল আরামবাগ পৌরসভার ১৭নম্বর ওয়ার্ডে আরামবাগ সিআইটিইউ জোনাল কমিটির উদ্যোগে বসন্তপুর পার্টি শাখার সহযোগীতায় ১৬৩ জন এবং ঐ ওয়ার্ডের ১৩৮নম্বর বুতে ৭২ জন শ্রমজীবী পরিবারের হাতে তুলে দেওয়া হোলো ত্রাণ সামগ্রী।