জেলা

মানুষের পাশে সিপিআইএম


শাশ্বতী মিত্র: চিন্তন নিউজ: ২রা আগস্ট:- পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এরিয়ার এগারা পঞ্চায়েত এলাকার নারানকুড়ি গ্রাম:
পরিবর্তনের পর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে ঘিরে বাইরে থেকে গুন্ডা এনে পুরো গ্রামকে ঘিরে নিয়ে সিপিআইএম কর্মীদের বাড়ি বাড়ি হামলা, তারপর সেই রাতেই খুনের মামলায় এলাকার কর্মী থেকে নেতাদের জড়িয়ে জেল, ঘর ছাড়া করে পুরো গ্রামকে কার্যত শ্মশানে পরিনত করা হয়। এখনো সেই আতঙ্কের ছাপ এলাকার মানুষের চোখ মুখ থেকে সম্পূর্ন মুছে যায় নি। আজ করোনা পরিস্থিতিতে যখন সরকারি পরিষেবা কার্যত উধাও, তখন লাল ঝান্ডা নিয়ে বামপন্থী কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের উদ্যোগে এলাকাকে জীবাণুমুক্ত করার কাজে ঝাঁপিয়ে পড়েছেন । লাল ঝান্ডা আবার মানুষের আস্থার জায়গা হয়ে উঠছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।