দেশ বিদেশ

এয়ারবাস” কর্তৃপক্ষের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মিদের আন্দোলনের প্রতি ডাব্লুএফটিইউ এর সংহতি


কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ: ২রা আগষ্ট ইউরোপের বৃহত্তম বহুজাতিক আকাশপথ পরিবহন কর্পোরেশন, “এয়ারবাস”, প্রায় পনেরহাজার কর্মী সংকোচনের পরিকল্পনা গ্রহন করেছে। এয়ারবাসের প্রকাশিত কর্মীসঙ্কোচনের পরিকল্পনা অনুসারে ফ্রান্সে কমপক্ষে পাঁচহাজার, জার্মানিতে পাঁচ হাজার একশত স্পেনে নয়শত, যুক্তরাজ্যে একহাজার সাতশত এবং অন্যান‍্য সব দেশ মিলে একহাজার তিনশত কর্মী ছাঁটাই করা হবে।

আবারও বিমান পরিবহন ও বিমান চলাচল সংক্রান্ত সংস্থাগুলি মন্দার ফলে উদ্ভূত মালিক পক্ষের বোঝা শ্রমিকদের কাঁধে চাপানোর চেষ্টা করছে। বিমান পরিবহনের সাথে যুক্ত সংস্থাগুলি বলছে যে করোনা ভাইরাস মহামারী জনিত কারণে সংস্থাগুলির ভবিষ্যত ঝুঁকির মধ্য দিয়ে চলছে। সত্যটি হ’ল তারা বিগত দশকগুলিতে অপরিসীম লভ‍্যাংশ আয় ও সঞ্চয় করে চলেছে তার সাথে যুক্ত হয়েছে সরকারের কাছ থেকে ভর্তুকি হিসেবে পাওয়া কোটি কোটি ইউরো। ঘটনা হল একমাত্র ভবিষ্যত যা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তা শুধুমাত্র সংস্থার কর্মীদের ভবিষ্যত। যারা কেবলমাত্র কোনভাবে তাঁদের পরিবারের প্রাথমিক ব্যয়কে সচল রাখতে সক্ষম হয়েছিল। এখন এই ছাঁটাইএর সিদ্ধান্ত তাঁদের নতুন করে দারিদ্র্যের মধ‍্যে ছুড়ে দেওয়াকে ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন তীব্র ধিক্কার জানাচ্ছে।

সংগঠন মনে করে এটাই যথেষ্ট যে এতদিন ঐ সংস্থাগুলির স্বেচ্ছাচারিতা শ্রমিকরা সহ‍্য করেছেন।আর শ্রমিকরা কোন আপোষ রফায় যাবেন না।এবং এয়ারবাস, ব্রিটিশ এয়ারওয়েজ, ডয়চে লুফথানসা এজি, এমিরেটস এয়ারলাইনস, কোয়ান্টাস এয়ারওয়েজ লিমিটেড, মালয়েশিয়ার এয়ারলাইনস এবং অন্যান্য সেক্টরের সংস্থাগুলির দ্বারা শ্রমিকদের অধিকারলঙ্ঘন কোন অবস্থাতেই মেনে নেওয়া যাবেনা। মন্দা জনিত ক্ষতির অংশীদারিত্ব নিতে শ্রমিকরা কোনভাবেই রাজি নয়। শ্রমিকরা মন্দার ক্ষতি ভূকতানের দায়িত্ব নিতে পারেন না।

ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস্ পাঁচটি মহাদেশের একশত তিরিশটি দেশে প্রায় সাড়ে দশকোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করে এবং ঘোষিত বরখাস্তের তীব্র এবং পুরোপুরি নিন্দা করে এবং এয়ারবাস এবং বিমান চলাচলের অন্যান্য সংস্থাগুলির কর্মচারী দের দাবীর সাথে কণ্ঠ মিলিয়ে ছাঁটাইয়ের নিন্দা করছে এবং ধিক্কার জানাচ্ছেন। তাঁরা এও জনাচ্ছেন যে অবিলম্বে সংস্থাগুলিকে তাদের সমস্ত ছাঁটাই হওয়া কর্মচারীকে পুর্বহাল করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।