রাজ্য

বাউদিয়া ‘….লালন আকাদেমির বিখ্যাত লোকগান


মীরা দাস : চিন্তন নিউজ:২৫শে জানুয়ারি:–সম্প্রতি লোকগান নিয়ে পরীক্ষেমুলোক ভাবে লালান আকাদেমির ‘ বাউদিয়া ‘ নামে উত্তর বঙ্গের ভাওয়াইয়া ও আসামের গোয়ালপারিয়ার গান একসুত্রে মেলবন্ধন ঘটালো। লালন আকাদামির অনুষ্টান একটু অন্যরকম ভাবনায় লোকগানের শিকড়ে পৌঁছে যাওয়া। এমনই একটি অনুষ্টান হয়ে গেল নৈহাটির ঐকতান মঞ্চ।

প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতির নিজ হাতে গড়া লালন আকাদেমির শিল্পীরা লোকসঙ্গীতের শিকড়ের সন্ধানে গ্রাম বাংলায় ঘুরে বেড়ায়, গান সংগ্রহ করে, লোক কবিদের খুঁজে এনে শহরের মানুষের সামনে তুলে ধরা হয়। ” বাউদিয়া ” এমন ই এক ভাবনার মঞ্চায়ন। তিনপর্বে অনুষ্টানের বিচরন ছিল দেখার মতন। প্রথম পর্বে লোককবি ও লোকশিল্পী দের সংবর্ধনা। দ্বিতীয় পর্বে ছিল …চৈতন্য দেবরায়ের ভাওয়াইয়া গানের অনুষ্টান। শেষ পর্বে ছিল আকাদেমির লোকশিল্পী দের নিজস্ব পরিবেশনা ‘ জীবন রে ‘ লালন আকাদেমির শিল্পীরা যে লোকগানে নিবেদিত প্রাণ তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অনুষ্টানে আগত দর্শক গন। লোক শিল্পীরা যথেষ্ট অান্তরিক এই লোকজীবন ভিত্তীক ‘ জীবন রে ‘ গান, অতি সুন্দর করে তুলে ধরেছেন ও নেপথ্যের কারিগর ছিলেন শুভেন্দু মাইতি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।