দেশ

সাধারণতন্ত্র দিবসে ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ ঘিরে বিতর্ক,প্রতিবাদে বামেরা।।


চৈতালী নন্দী: চিন্তন নিউজ: ২৫শে জানুয়ারি:–সাধারণতন্ত্র দিবসে ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ ঘিরে বিতর্ক, প্রতিবাদে বামেরা।।আর মাত্র একদিন পরেই ভারতের ৭১ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এবারে রাজধানী দিল্লিতে ঐদিনের অনুষ্ঠানের কুচকাওয়াজের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বালসোনারো। ২৪ থেকে ২৭ শে জানুয়ারি চারদিনের জন‍্যে ভারত সফরে এসেছেন তিনি। এই সময়ের মধ‍্যে তিনি ভারত সরকারের সঙ্গে কয়েকটি বানিজ‍্য চুক্তি সম্পাদন করবেন। তার মধ‍্যে পেট্রোপণ‍্য অন‍্যতম। এছাড়াও এই সফরে ব্রাজিল ভারতের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা রাখে ভারতের বাণিজ‍্য ও বিদেশমন্ত্রক।

কিন্তু সাধারণতন্ত্র দিবসে ব্রাজিলের প্রেসিডেন্ট বালসোনারোর প্রধানআতিথ‍্যে খুশি নয় বিরোধী ও বাম দলগুলো। এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে তৈরী হয়েছে বিতর্ক । আমাজনের অরন‍্যে দাবানলের সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বালসোনারোর চরম নিস্ক্রিয়তা ও উদাসীনতায়
তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারতের পরিবেশবিদ ও সমাজকর্মীরা। এই ঘটনায় সমগ্র বিশ্বের কাছে নিন্দিত হয়েছেন তিনি। এদিন বাম দলগুলি ও তাদের গনসংগঠন
গুলি প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে।রাস্তায় নামতে চলেছে তাদের ছাত্র সংগঠন এসএফআই ও এআইএসএ। সঠিক ভাবে প্রতিবাদ যথাস্থানে পৌঁছে দেওয়া বাম সংগঠনগুলির লক্ষ‍্য।পর্তুগিজ ভাষাতে পোস্টারিং এর ভাবনাও তাদের রয়েছে।

প্রতিবাদের জন‍্যে কোমড় বাঁধছে সর্বভারতীয় কিষান সভাও।শনিবার যন্তরমন্তরে তারা একটি প্রতিবাদ কর্মসূচী পালন করবে।এর কারন বিশ্বে আখচাষে ভারতের প্রধান প্রতিযোগী ব্রাজিল।গতবছর দেশের আখচাষীদের সাহায্য করার কারণে বিশ্ব বানিজ‍্য সংস্থা(WTO)র কাছে জইস বালসোনারো ভারতের বিরুদ্ধে অভিযোগ জানান। এই ঘটনা ক্ষুব্ধ করে ভারতের আখচাষীদের। এই পদক্ষেপ তাদের জীবিকার জন‍্যে বিপজ্জনক। সর্বভারতীয় কিষাণ সংগঠন মনে করে এই অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ করে তাদের অসম্মান করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।