জেলা রাজ্য

সব মানুষের জন‍্য মাসিক ৩৫কেজি খাদ‍্য শস‍্য বিনামূল‍্যে সরবরাহের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন বাঁকুড়া বামফ্রন্টের


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- বাঁকুড়া জেলা বামফ্রন্টের ডাকে গতকালকের গণতান্ত্রিক পদ্ধতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার সমস্ত আচরনবিধি মেনে বিক্ষোভরত বামফ্রন্ট নেতৃত্বের কন্ঠ রোধের উদ্দেশ্যে রাজ‍্য সরকারের পুলিশ কর্তৃক অগণতান্ত্রিক ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে ,অনেক বেশী সংখ‍্যায় টেষ্ট, করোনা সংক্রমণ তথ‍্য রাজ‍্যসরকার কর্তৃক গোপনের প্রতিবাদে ও সব মানুষের জন‍্য মাসিক ৩৫কেজি খাদ‍্য শস‍্য বিনামূল‍্যে সরবরাহের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এই কর্মসূচীতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কঠোরভাবে পালন করা হয়। বাকুড়া শহর পূর্বাংশে লালবাজার মোড় সংলগ্ন এলাকায় সুশৃঙ্খলভাবে বাম নেতৃত্বের উপস্থিতি এই কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীতে সিপিআই(এম) রাজ‍্য কমিটির সদস‍্য কমরেড অভয় মুখার্জি ও সিপিআই(এম) জেলা কমিটির সদস‍্য কমরেড প্রভাত কুসুম রায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব‍্য পেশ করেন। এছাড়াও পুরো কর্মসূচীতে সিপিআই জেলা নেতৃত্ব কমরেড ভাস্কর সিনহা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।