জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:২৩/০৮/২৩:- দেবারতি বাসুলীঃ-তারকেশ্বর ১ ও ২ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে প্রাকৃতিক দূর্যোগের মধ্যেই ভোট লুঠের বিরুদ্ধে,নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ,৩১ আগস্ট ঐতিহাসিক খাদ্যোআন্দোলনে কলকাতার সমাবেশকে সফল করতে তারকেশ্বর স্টেশন সংলগ্ন জায়গায় অবস্থান ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্নেহাশিস রায়,তন্ময় জানা,মন্টু ভৌমিক,সুভাষ পাল,অরুণ ঘোষ,বিশ্বজিৎ চৌধুরী,সেখ সাজাহান আলি প্রমুখ। সভাপতিত্ব করেন মুকুল ঘোষ।

জয়দেব ঘোষঃ-প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিঙ্গুর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির ডাকে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের প্রতিবাদে, ১০০ দিনের কাজ পুনরায় চালুর দাবিতে, নৃত্য প্রয়োজনীয় দ্রব‍্যের দ্রব‍্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিঙ্গুর বিডিও (BDO) অফিসের সামনে প্রাকৃতির দুর্যোগপূর্ণ পরিবেশে বিক্ষোভ কর্মসূচি চলছে। বক্তব্য রাখেন আব্দুল হাই, মিনহাজ আহমেদ, সুকাজল দাস, সুষমা ভৌমিক। উপস্থিত ছিলেন সৌমিত্র চ্যাটার্জী, শুভাশীষ দাশ, অভিজিৎ সাঁতরা সহ এরিয়া কমিটির সদস্য ও কমরেড বৃন্দ।

জয়দেব ঘোষ আরও জানান যে এস‌এফ‌আই হুগলি আঞ্চলিক কমিটির অন্তর্গত ১ নং শাখার উদ্যোগে স্বপ্ন খুনের বিচারের দাবিতে পোস্টারিং করা হয় হুগলি আই টি আই কলেজ , সেন্ট জনস বিদ্যালয় ,, কেওটা শ্যামা প্রসাদ স্কুল ফর বয়েজ এর‌ সামনে।

অর্পিতা ব্যানার্জীঃ- চন্দননগর সৃজন নাট্য সংস্থা আয়োজিত অনু নাটক প্রতিযোগিতায় ১৫ টা দলের মধ্যে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতে নিলেন নাট্যকল্পদ্রুম থিয়েটার এর পরিচালক শ্রী দিগন্ত চ্যাটার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।