জেলা

ভোট বড়ো বালাই


শুক্লা ভৌমিক : চিন্তন নিউজ:৫ই মার্চ:- জলপাইগুড়ি সদর ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দের বহু দিনের দাবী বেহাল রাস্তা মেরামতি করা । এতদিন শাসকদল কোনো গুরুত্ব দেয়নি, কর্ণপাত‌ও করেন নি। অদ্ভুতভাবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হ’তেই সমস্যার সমাধান! বেহাল রাস্তার হাল ফেরাতে ব্যস্ত শাসকদল। আসলে ৩ নম্বর ওয়ার্ডে ত্রিমুখী লড়াই তাই, তড়িঘড়ি রাস্তা মেরামতের কাজ শুরু করলেন। এই নিয়ে রাজনৈতিক তরজা চরমে। ভোটের জন্যই জনগণের পরিষেবা? সবটুকুই ভোটের মুখে, ভোট পেরোলেই আর কার‌ও দেখা মেলে না। এই নিয়ে কথা উঠছে সাধারণ মানুষের মধ্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।