চিন্তন নিউজ, প্রতিবেদনে কল্পনা গুপ্ত, ৫ ই মার্চ ২০২১ – জোসেফ স্তালিন জন্মগ্রহন করেন ১৮৭৮ সালের ১৮ ই ডিসেম্বর জর্জিয়ার গোরি শহরে যা ছিলো রাশিয়ান সাম্রাজ্যের একটি অংশ। তাঁর নাম স্তালিন যাঁর অর্থ লৌহ মানব। এক গরিব পরিবারে তাঁর জন্ম। পিতা ছিলেন এক মদ্যপানে আসক্ত জুতাব্যবসায়ী যিনি নিত্য তাঁর সন্তান ও স্ত্রীর প্রতি অত্যাচার করতেন। কিশোর বয়সে স্তালিন অর্থোডক্স চার্চে পুরোহিততন্ত্র শিখে স্কলারশিপ পেয়েছিলেন। এই সময় থেকেই তিনি গোপনে কার্ল মার্ক্সের ‘ কমিউনিস্ট মেনিফেস্টো’ পড়েন ও রাশিয়ার রাজতন্ত্রের বিরুদ্ধে বৈপ্লবিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট হন। ১৮৯৯ সালে তাঁকে বিদ্যালয় থেকে বহিস্কার করে মার্ক্সীয় কার্যকলাপের জন্য। এরপর তিনি পলাতক অবস্থায় থেকে ১৮৯৯ এ কোবা নাম নিয়ে মার্ক্সীয় স্যোসাল ডেমোক্রেটিক মুভমেন্ট বলশেভিক এ যুক্ত হন, যা ছিলো রাশিয়ার রাজতন্ত্রের বিরুদ্ধে। এর নেতৃত্বে ছিলেন লেনিন।
১৯১২ সালে লেনিন যখন সুইজারল্যান্ডে নির্বাসিত ছিলেন সেই সময়ে স্ট্যালিন প্রথম নিযুক্ত হলেন বলশেভিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে। ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়। ১৯২২ সালে লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা। ১৯২২ সালে স্তালিন কম্যুনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হন। লেনিনের মৃত্যুর পরে ১৯২৪ এ স্তালিন সোভিয়েত ইউনিয়নের একনায়কতন্ত্র বহাল করেন। এই সময় থেকে তিনি পঞ্চ বার্ষিকী পরিকল্পনার মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে কৃষিভিত্তিক স্তর থেকে শিল্পভিত্তিক দেশে উন্নীত করেন।
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্তালিন ও জার্মান শাসক এডলফ হিটলার জার্মান- সোভিয়েত নন এগ্রেশন প্যাক্টে স্বাক্ষর করেন। কিন্তু ১৯৪১ এ জার্মানি এই চুক্তি ভঙ্গ করে। কিন্তু স্তালিনের প্রখর বুদ্ধিমত্তার সাথে যুদ্ধের কাছে তারা পরাস্ত হয়। ১৯৫৩ সালের ৫ ই মার্চ স্তালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মরদেহ লেনিন মিউজিয়ামে মস্কো, রেড স্কোয়ারে ১৯৬১ সাল অবধি সংরক্ষিত ছিলো। পরে তা অপসারিত হয় এবং ক্রেমলিনে সমাধিস্ত করেন নিকিতা ক্রুসচেভ। স্তালিনের দৃঢ মানসিকতা সেই সময় যেভাবে জারতন্ত্রের অপশাসনের ভিতকে উড়িয়ে দিয়ে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছে তা এক নজিরবিহীন দৃষ্টান্ত। তাঁকে আমরা শ্রদ্ধায় স্মরণ করি।