রাজ্য

বাঁশবেড়িয়া বেনেঘাটে পোস্টারসহ এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন


রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করার থেকেও সরকার পক্ষের দল তৃণমূল কংগ্রেস রেশন থেকে চাল গম পাচার করার খেলায় মত্ত। এই অস্থির অবস্থার প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র ,সুজন চক্রবর্তী সহ বাম নেতারা সরকারের নিয়ম মেনে সামাজিক দূরত্ব রেখে কলকাতার রাস্তায় প্রতিবাদে নামেন তখন সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের গ্রেফতার করে।

এর প্রতিবাদে সি পি আই(এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটির উদ্যোগে বাঁশবেড়িয়া বেনেঘাটে পোস্টারসহ এক প্রতীকী বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি পালন নিয়ে এরিয়া সম্পাদক জেলা কমিটির সদস্য অনির্বাণ সরকার বলেন “রাজ্যের মুখ্যমন্ত্রী বিজ্ঞাপনে ব্যাস্ত। অথচ সাধারণ মানুষের সংকটের মধ্যে দিয়ে চলছে। রেশন দোকান থেকে তৃণমূলীদের চাল গম চুরির দৃশ্য আজ প্রকাশ্যে। তিনি করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে সাধারণ মানুষের কাছে তথ্য গোপন করছেন। রাজ্যের সকল মানুষের রক্তের নমুনা পরীক্ষার দরকার। অথচ তিনি করছেন না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি এপিএল/বিপিএল ভাগ করে রেশন দিচ্ছেন।কিন্তু যারা চাল গম চুরি করেছে তাদের বিরুদ্ধে সরকার চুপ। তাই এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে প্রতিনিয়ত।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।