জেলা

আজকের হুগলি জেলার সংবাদ-


স্বাতী শীল:- চিন্তন নিউজ: ২৭শে সেপ্টেম্বর:- চুঁচুড়া—পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্তের জন্মদ্বিশতবর্ষপূর্তি উপলক্ষ্যে বিদ্যাসাগরের জন্মদিনে অর্থাৎ ২৬/৯/২০২০ তারিখে শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুর থেকে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হয়।প্রায় পঞ্চাশ ছাত্র-ছাত্রী সহ মোট একশত জনের এই মছিল দেবানন্দপুর থেকে হুগলি চক বাজারের উদ্দেশ্যে রওনা হয়।এই দিন হুগলি কো-অপারেটিভ ব্যাংকের চকবাজার প্রধান শাখায় বিদ্যাসাগর মহাশয় এর একটি আবক্ষ মুক্তি উন্মোচন করা হয় সেই উদ্দেশ্যেই এই এই মিছিল টি আয়োজন করা হয়েছিল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুনীত বন্দ্যোপাধ্যায়,বঙ্গীয় শিক্ষা পরিষদের প্রাক্তন সম্পাদক শ্রী সুবীর ব্যানার্জি,বিজ্ঞান মঞ্চের সম্পাদক শ্রী সন্দীপ সিংহ এবং কার্যকরী সভাপতি শুভাশীষ দাশ সহ আরো অনেকে।

সোমনাথ ঘোষ;- শ্রীরামপুর:-আজ সকালে চন্ডীতলা ১ এরিয়া কমিটির গঙ্গাধরপুরের মালিপুকুর গ্রামে জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহের কর্মসূচী পালিত হলো।মানুষের মুখে রুটি রুজি জীবন জীবিকার উপর নেমে আক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে। কিভাবে আগামী দিনে ভাত জুটবে তা নিয়েও সংশয় রয়েছে। আলোচনায় বামফ্রন্ট আমলে রাজ্যের মধ্যে প্রথম লোকদীপ প্রকল্প এই গ্রামেই হয়।তাঁর সুফল গরীব মানুষ দীর্ঘদিন ভোগ করেছে।এখন বিদ্যুৎ বিল মেটাতে ত্রাহি ত্রাহি রব উঠেছে।লকডাউনে এত টাকার বিল না দিলে লাইন কেটে দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মানুষ।কমরেড সোমনাথ ঘোষ ও কমরেড সুব্রত দাস ও কমরেড দৌলত মল্লিক সহ অন্যান্যর উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।