বিদেশ

দু হাত কেটে ফেলে যন্ত্রনা থেকে মুক্তি চাইছে বাংলাদেশি ট্রি – ম্যান


রত্না দাস, চিন্তন নিউন, ২৬ জুন : দু হাতে ভরে গজিয়েছে অসংখ্য গাছ। ২৫ টা অপারেশনের পরেও সমস্যা মেটেনি। তাই দু হাত কেটে ফেলার আর্জি জানালেন এই যুবক। বারবার অপারেশন করেও সমস্যা ফিরে আসে। ২০১৬ সালের মে মাসে ঢাকা হাসপাতাল থেকে পালিয়ে যান আবুল বাজানদার। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। তাই এই বছরের জানুয়ারী মাসে নিজের হাত কেটে ফেলার আর্জি জানালেন বাংলাদেশের ট্রি ম্যান।

দুই সন্তানের বাবা আবুল জানান তিনি এই যন্ত্রণার জন্য রাতে ঘুমাতে পর্যন্ত পারেন না। হাত কেটে ফেললে হয়তো এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে পারেন বলে তার আশা। তার মা ছেলের এই কষ্ট দেখতে না পেরে সেই আর্তিতে সায় দিয়েছেন।

বিরল জিন ঘটিত এপিদাড়মেডিসল্যানসিয়ায় আক্রান্ত আবুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জন সুমন্ত লাল সেন বিদেশে গিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও খরচ যোগানের সামর্থ নেই আবুলের।তবে আশার আলো, চিকিৎসার খরচ বহনে রাজি হয়েছেন শেখ হাসিনা সরকার। এই রোগ এতটাই বিরল যে সারা বিশ্বে দশ জন মানুষের মধ্যেও এই রোগ দেখা যায় না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।