রত্না দাস, চিন্তন নিউন, ২৬ জুন : দু হাতে ভরে গজিয়েছে অসংখ্য গাছ। ২৫ টা অপারেশনের পরেও সমস্যা মেটেনি। তাই দু হাত কেটে ফেলার আর্জি জানালেন এই যুবক। বারবার অপারেশন করেও সমস্যা ফিরে আসে। ২০১৬ সালের মে মাসে ঢাকা হাসপাতাল থেকে পালিয়ে যান আবুল বাজানদার। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। তাই এই বছরের জানুয়ারী মাসে […]