সুদীপ্তা ঘোষ:চিন্তন নিউজ:১৩ই এপ্রিল:- প্রাণঘাতী ভয়ঙ্কর করনা মোকাবিলায় আতঙ্কিত ভারতবর্ষের আপামর জনসাধারণ । মানুষ ঘরবন্দী। দিন আনি দিন খাই মানুষগুলোর ঘরে খাদ্য নাই। মানুষগুলির কাছে সরকারি সাহায্য অপ্রতুল। এই অবস্থায় হেলেঞ্চা বাগদা অঞ্চলের ঘরবন্দী দুঃস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়ালেন বামপন্থী সেচ্ছাসেবী সংগঠন ও ডিওয়াইএফআই বাগদা লোকাল কমিটির নেতৃবৃন্দ ।
আদিবাসী পাড়া গুলির ১১৩ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ।এই মানবিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব এবং লোকাল কমিটির নেতৃত্ব।