রাজ্য

কয়েকদফা দাবিতে ইলামবাজার এস‌এফ‌আই এর ডেপুটেশন


রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:১৩ই এপ্রিল:- ভারতের ছাত্র ফেডারেশন (SFI) ইলামবাজার লোকাল কমিটির উদ্যোগে ব্লক অফিসে ডেপুটেশন।
নিম্ন লিখিত দাবির ভিত্তিতে।
১)ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন (WHO) এর মত অনুযায়ী টেস্টিং এবং আইসোলেসন্ ই পারে এই বিপদ থেকে মানুষ কে উদ্ধার করতে। তাই অবিলম্বে প্রত্যেকের কোভিড-১৯ এর জন্য টেস্টিং শুরু করতে হবে।
২)উচ্চ আয়ের মানুষ ব্যতিরেকে সবাইকে বিনামূল্যে রেশন দিতে হবে।
৩)কাজহীন সকলকে মাসিক ১৫ কেজি চাল ও ২০ কেজি গম ১৫ কেজি আটা দিতে হবে।
৪) যাদের ডিজিটাল কার্ড নেই কিন্তু পুরনো কার্ড আছে তাদেরও বিনামূল্যে রেশন দিতে হবে।
৫)যাদের রেশন কার্ড হয়নি অবিলম্বে অস্থায়ী কার্ড দেওয়া শুরু করতে হবে।
৬)যে রেশন ডিলারের এলাকায় যার বাড়ি তাকে সেখানেই রেশন দিতে হবে।
৭)রেশনের সামগ্রী নিয়ে কালোবাজারি রোধে পুলিশকে কঠোর ভূমিকা নিতে হবে।
৮)চাল,গম,আটা ব্যতীত অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ন্যায্যমূল্যে রেশন দোকানের মাধ্যমে সরবরাহের ব্যবস্থা করতে হবে।
৯) অতি দ্রুততার সঙ্গে বিপিএল তালিকা ভুক্ত নাগরিকদের কেরোসিন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাস দেবার ও ব্যবস্থা করতে হবে
১০) কলেজগুলির সঙ্গে স্কুলগুলিতেও অবিলম্বে অনলাইন ক্লাস শুরু করতে হবে।
১১) দোকান গুলি তে কালোবাজারি রুখতে প্রশাসন কে সর্বদা সজাগ থাকতে হবে এবং কালোবাজারি এর খবর পেলেই কঠোর ভূমিকা নিতে হবে।
১২)ভিন্ন রাজ্যের ও আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের থাকা-খাওয়া,চিকিৎসার এবং প্রয়োজনবোধে কোয়ারেন্টাইনে রাখার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
১৩)প্রতিটি গ্রামীন স্বাস্থ কেন্দ্রে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দেবার ব্যবস্থা করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।