দেশ শিক্ষা ও স্বাস্থ্য

দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে রাতের অন্ধকারে ছাত্রছাত্রীদের উপর নির্মম হামলা।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৫ই জানুয়ারি:–দিল্লি জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে বর্ধিত ফি কমানোর দাবিতে দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আন্দোলন চলছিল।আজ ঐ আন্দোলন দমন করতে বাইরে থেকে মুখ ঢাকা অবস্থায় ৪০-৫০ জন দুষ্কৃতী ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ চালায়।ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়।এছাড়া অনেক ছাত্র-ছাত্রী আহত হয়েছে।তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এস এফ আই এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস অভিযোগ করেন এ বি ভি পি মুখে কাপড় বেধে আক্রমন চালায়।পুলিশের কাছে সাহায্য চাওয়া হলে পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি।

ছাত্রছাত্রীদের বক্তব্য রাতের অন্ধকারে ছাত্রীদের হোস্টেলে ঢুকে দুস্কৃতির মত আক্রমণ চালায়। প্রশ্ন উঠছে জেএন‌ইউ, জামিয়া মিলিয়া ,এরকম যেসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, এবং বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছে। বেছে বেছে তাদেরকেই আক্রমণ করা হচ্ছে। পুলিশি অসহযোগিতা, কিসের ইঙ্গিত?প্রশ্ন তুলছে জেএন‌ইউ এর ছাত্রছাত্রী থেকে দেশের সাধারণ মানুষ।

এমন কি আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা সংক্রান্ত কাজে এ্যমবুলেন্স পর্যন্ত পাওয়া যায় নি।।এইমস এর ট্রমাকেয়ার ইউনিটে ভর্তি ঐশী।। আক্রান্ত অধ্যাপিকা সুচরিতা সেন ।। গার্লস হোস্টেল এমন ঘটনা নজিরবিহীন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।