রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:৬ই জানুয়ারি:–রাজ্য বিজেপির নেতা ও কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা খোলাখুলি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়লেন। তাঁর কথায় – ‘ প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখালে গায়ে কালো দাগ নিয়ে ফিরতে হবে।’ এর আগে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে এক অনুষ্ঠানে বলেছিলেন ‘ মোদী যেদিনই কলকাতায় আসবেন তাকে কালো পতাকা দেখান হবে। ‘ তারই বদলা রাহুল সিনহার এই সতর্কবার্তা।
৮ই জানুয়ারি সারা ভারতে যে ধর্মঘট আহুত হয়েছে সেটা সফল করতে সারা দেশে প্রস্তুতি এক উল্লেখযোগ্য স্তরে
পৌঁছে গেছে। সকলেরই ধারনা এই ধর্মঘট সকল রাজ্যেই ব্যপকভাবে ছড়িয়ে পড়বে।
আগামী ১১ই জানুয়ারি এক সরকারি অনুষ্ঠানে কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর। অনুমান, রাজ্যের সব রাজনৈতিক দল (অবশ্যই বিজেপি বাদে) প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিবাদে সামিল হবেন।