সীমা বিশ্বাস, আসাম,২১ ডিসেম্বর:- চিন্তন নিউজ:- সিআইটি ইউ’র চতুৰ্দশ অসম রাজ্য সম্মেলন ১৮,১৯,২০ ডিসেম্বর তারিখে বঙাইগাও জিলায় অনুষ্ঠিত হয়। প্রকাশ্য সমাবেশে প্রায় ১৫ হাজার মানুষের উপস্থিতিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্বদেশ দেবরায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন।অধিকার আদায় এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ের সঙ্কল্প নিয়ে ২০ ডিসেম্বর সন্মেলনে ৫৫ জনের রাজ্য কমিটিতে সম্পাদক হিসেবে তপন শর্মা, সভাপতি হিসেবে অসিত দত্ত এবং কোষাধ্যক্ষ পদে বিজন দাস পুনর্নির্বাচিত হন।
গত ১৮ ডিসেম্বর থেকে বৃহৎ শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে সন্মেলন শুরু হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি শ্রমিক কর্মচারী, অসংগঠিত শ্রমিক, বিভিন্ন প্রকল্পভূক্ত কর্মচারী,চা শ্রমিক, তাঁত শিল্পের শ্রমিক অংশগ্রহণ করে। আগামী দিনে অসংগঠিত শ্রমিক দের নুন্যতম মজুরি অনুযায়ী ২৮হাজার টাকা বৃদ্ধি করা,সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, তাঁত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা, শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করা, বিজেপি সরকারের সাম্প্রদায়িক, ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে ঐক্য সংহতি স্থাপন করা, ১১ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ সফল করতে প্রস্তাব গ্ৰহণ করা হয়। এছাড়াও অসমের ভয়াবহ বন্যা ও ভুমিস্খলন সমস্যা গুলো নিয়ে বিশদে আলোচনা হয়।আগামী দিনে বিজেপি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্ৰাম চালিয়ে নিয়ে যাওয়ার সঙ্কল্প গ্ৰহণ করা হয়।