আশীষ পান্ডে: চিন্তন নিউজ:২১/১২/২০২২:– ২১ জনের পুলিশের দায়ের করা মামলায় বেকসুর খালাস পেলেন প্রত্যেকে। ২০১৭ র ১১ সেপ্টেম্বর তারিখে বাঁকুড়া পুলিশের দায়ের করা মামলায়।
সেদিন বাঁকুড়া জেলাশাসকের কাছে ডেপুটেশন দিতে আসেন হাজার দশেক মানুষ। শহরের হিন্দুস্কুল মাঠ লালবাজার থেকে মিছিল করে। আহ্বান রাজ্য বামফ্রন্টের। প্রতি জেলায় এই কর্মসূচি ছিল।
চাকরিপ্রার্থী যুবক -যুবতী, কলেজ পড়ুয়া, ঋণে জর্জরিত কৃষক, বন্ধ হওয়া কারখানার শ্রমিক।
দাবি ছিল কাজ, স্কুল সার্ভিস কমিশনে স্বচ্ছতার সাথে নিয়োগ, ১০০ দিনের কাকের বকেয়া মজুরি। জিনিসের লাগামছাড়া দামের বিরোধিতা, নারীর নিরাপত্তা সহ কয়েকটি দাবি।
হাজার দশেক মানুষের উপর আচমকা পুলিশের লাঠ। হাত পা ভাঙল মাথাও ফাটল অনেকের। কেউবা রুখে দাঁড়িয়েওছিলেন। আসল আরও পুলিশ। পিটুনি দেদার।
রাতে ৪ জনকে পুলিশ গ্রেফতার কল। ৫ বছর চলল। মামলা বাঁকুড়া থেকে স্থানান্তরিত হল বারাসাতে ফার্স্টট্রাক কোর্ট। কোর্ট ময়ূখ ভবনে উঠে এলে সেখানে। এমএলএ, এমপিরা যুক্ত ছিলেন বলে।
ওই মামলায় অভিযুক্ত ২১ জনই বেকসুর খালাস পেলেন। যাঁরা এই মামলায় অভিযুক্ত ছিলেন –
১।অমিয় পাত্র ২।অজিত পতি ৩।দেবলিনা হেমব্রম ৪।মনোরঞ্জন পাত্র ৫।কিংকর পোশাক ৬। প্রতীপ মুখার্জি ৭।সন্ধ্যা বাউরি ৮।গঙ্গা গোস্বামী, ৯।ভাস্কর সিনহা ১০।আশিস পান্ডে ১১।সর্বাণী সিনহা ১২ তরুণ রাজ ১৩।অতনু বন্দ্যোপাধ্যায় ১৪।মহীতোষ পণ্ডা ১৫।সুজয় চৌধুরী ১৬।দিব্যেন্দু সরকার ১৭ বিশ্বজিৎ ধীবর ১৮।ফাল্গুনী মুখার্জি সহ ২১ জন। প্রায় সবাই হাজির ছিলেন। আদালত চত্ত্বরে রায় ঘোষণার ঠিক পর মুহূর্তের ছবি।