স্বাতী শীল: চিন্তন নিউজ:২১শে জানুয়ারি:–ইরান-মার্কিন উত্তেজনার পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে।যার সূত্রপাত ঘটে ইরানের সেনাপ্রধান কাশেম সুলেমানির মার্কিন সেনা কর্তৃক হত্যার ঘটনার মধ্য দিয়ে। পুনরায় মার্কিন-ইরান শত্রুতাকে উস্কে দিয়ে ইরান পাল্টা জবাবে মার্কিন সেনাকে নিশানা করে ইরাকে।
এরূপ পরিস্থিতির সুযোগে কয়েক মাসের শান্তির পর আবারও একবার ইয়েমেন সেনাকে নিশানা করতে শুরু করে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা।একের পর এক ড্রোণ ও মিসাইল এর হামলায় ইয়েমেন এর প্রায় ৭৫ জন সেনাকে হত্যা করে ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা।ইয়েমেন এর কাছে একটি সেনা ছাউনিতে আক্রমণ করে এই হত্যালীলা ঘটানো হয়।
প্রসঙ্গত উল্লেখ্য এই সেনাকে ইন্ধন যোগায় সেই সৌদিআরব যার সঙ্গে ইরানের সম্পর্ক খুব একটা ভালো নয়।এদিকে ইয়েমেন স্পষ্ট জানিয়েছে যে,তাদের দেশের প্রায় ১০০ জন এই হামলায় আহত।সেনার ৭৫ জন জওয়ান মৃত। এছাড়াও হাউথি সন্ত্রাসবাদীরা তাদের দেশের মসজিদে হামলা করেছে। ফলে আপাতত প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়েমেন।