তপলগ্না চক্রবর্তী: চিন্তন নিউজ: ১৪ই জুলাই:- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই অর্থাৎ আজকের দিনে শোষিত মানুষ প্যারিসের কুখ্যাত বাস্তিল দুর্গ দখল এবং ধ্বংস করে। বাস্তিল দুর্গের পতন ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। বাস্তিল দুর্গ ছিল ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক। এই বিশাল দুর্গে বাস্তিল দুর্গের পতনের ফলে ফরাসি রাজতন্ত্রের শক্তি ও প্রতিরোধ ক্ষমতার দৈন্যদশা স্পষ্ট হয়ে ওঠে।
ঠিক এই সময়ে দাঁড়িয়ে কোথাও যেন ১৭৮৯ সাল বা তারও আগের কিছু বছরের শোষণের ও বঞ্চনার ছবি স্পষ্ট প্রায় পৃথিবীর অধিকাংশ দেশে। ভারতের ঘরে ঘরে শিক্ষা, খাবার, অর্থনৈতিক পরিস্থিতি আজ যেখানে দাঁড়িয়ে, তা অবর্ণনীয় ।করোনার আবহে মানুষের যখন অস্থির পরিস্থিতি সবক্ষেত্রেই , সেই সময় দেখা যাচ্ছে শাসক শ্রেণীর নজর স্বৈরাচারী অবস্থান ।মানবতার বিরুদ্ধে এগিয়ে চলেছে। কিসের ইঙ্গিত এই স্বৈরাচারী অবস্থানের? শাসক শক্তির ক্ষমতার দৈন্যদশাই স্পষ্ট দিনযাপনের ছবিতে।