জেলা রাজ্য

বাগনানের কলেজ ছাত্রীর শ্লীলতাহানী ও তার মায়ের নৃশংস হত্যার প্রতিবাদে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আলিপুরদূয়ার ও দঃদিনাজপুর শাখা


রূপা গুহ,চিন্তন নিউজ:,আলিপুরদুয়ার ২৭শে জুন:–“গণতন্ত্র সমানাধিকার নারী মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে বাগনানের কলেজ ছাত্রীর শ্লীলতাহানী ও তার মায়ের নৃশংস হত্যা কে ধিক্কার জানিয়ে আজ আলিপুরদুয়ার কোর্ট মোড়ে জীবন দত স্মৃতি ভবনের সম্মুখে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আলিপুরদুয়ার সদর শাখার পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রতিবাদ পথ সভার কর্মসূচি পালন করা হল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিলেন সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আলিপুরদুয়ার সদর আঞ্চলিক কমিটির সম্পাদিকা শমিত সরকার।

অপর দিকে সুশান্ত বিশ্বাসের রিপোর্ট:–বাগনানের কলেজ ছাত্রীকে নির্যাতন – তার মাকে হত্যার প্রতিবাদে এবং ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বালুরঘাটে ছাত্র,যুব- মহিলাদের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসুচি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।