জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার সংবাদ….


চিন্তন নিউজ:৩০/১১/২০২০:- সোনারপুর থেকে অভিজিৎ দাসগুপ্ত র প্রতিবেদন.. .আজ শ্রমজীবী ক‍্যান্টিন ৫০তম দিনে পা দিল। এই তো সেদিন শুরু হ’ল। কীভাবে কেটে গেল পঞ্চাশ দিন। প্রতিদিন নিয়ম করে ভোররাতে উঠে সব্জি বাজার করা। একজন যান মাছের কাঁটায়। রান্নার দিদিরা আসেন। হাসিমুখে মাঝে মাঝে অনুযোগ, প্রতিদিন রান্না করা এতোগুলো লোকের। সত্যিই অভাবনীয় সাফল্য। খালি প‍্যাকেট তৈরি, তারপর খাবার ভরার জন্য কেউ ভাত, কেউ তরকারি, মাছ, যেদিন ডিম হয় বা মাংস হয়। তারপর তৈরি খাবারের প‍্যাকেট চলে যাচ্ছে বিতরণের জায়গায়। সরলদীঘি আর বাঘেরঘোলে। সবই নিয়ম করে হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে এতো সুশৃঙ্খলভাবে করে যাচ্ছেন রেড ভলান্টিয়াররা। বয়সে কেউ নবীন কেউ প্রবীণ। কিন্তু কাজে ফাঁকি বা আলস‍্য নেই কারো। ভাবতে অবাক লাগে না? যারা বামপন্থা সম্পর্কে, বামপন্থীদের সম্পর্কে কিছু জানেন না তাদের কাছে অবাক লাগতে পারে কিন্তু যারা বামপন্থায় বিশ্বাসী তাদের কাছে নয়। কমরেড জ‍্যোতি বসুর কথা ‘মানুষের স্বার্থ ছাড়া কমিউনিস্টদের কোনো স্বার্থ থাকতে পারে না’। এই আদর্শে বিশ্বাস করে প্রতিদিন নিরলসভাবে কাজ করে চলেছেন সবাই।

সোনারপুর থেকে অভিজিৎ দাসগুপ্ত আরও জানাচ্ছেন– দিল্লিতে কৃষক বিক্ষোভের উপর কেন্দ্রের বিজেপি সরকারের পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদে ও কৃষক বিরোধী কৃষি আইন প্রত‍্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সিটু সোনারপুর পশ্চিমের ডাকে একটি সংহতি মিছিল সংঘটিত হয় গড়িয়া থেকে মহামায়াতলা পর্যন্ত। মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিটু দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড কমল গাঙ্গুলীসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।