শ্রীমন্ত মুখার্জি:- চিন্তন নিউজ: ৩০/১১/২০২০:- দিল্লীতে আন্দোলনরত কৃষকদের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে সিউড়ীতে সারা ভারত কৃষকসভার সঙ্গে বাম কংগ্রেসের যৌথ মিছিল।
আজ বক্রেশ্বর তাপবিদ্যুত মোড়েও কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষক আন্দোলনের সমর্থনে ও সংহতি জানিয়ে মিছিল।
অপরদিকে ১৪ নং জাতীয় সড়ক মেরামতের দাবিতে লোহাপুর লোকাল এলাকাই প্রতিটি অঞ্চল জুড়ে পোষ্টারিং।। সামনে দিন রাস্তার দাবি নিয়ে জোড় লড়াইয়ের প্রস্তুতি মাত্র।