জেলা

আজকের হুগলি জেলার সংবাদ


চিন্তন নিউজ:৩০/১১/২০২০ সুপর্না রায় :- ব্যান্ডেল:-সংগ্রামরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে আজ ডিওয়াইএফ‌আই কানাইপুর নবগ্রাম লোকাল কমিটি মশাল মিছিল সংগঠিত করে । কানাইপুর গণেশ ভবনে থেকে কোন্নগর স্টেশনের সামনে মিছিল শেষ হয়। কোন্নগর আন্ডার পাস সংলগ্ন এলাকায় মোদী-অমিত শাহ র কুশপুত্তলিকা দাহ করা হয়।

সোমনাথ ঘোষ–শ্রীরামপুর:-কৃষি ও কৃষক বিরোধী নয়া আইন বাতিলের দাবিতে এবং বিদ্যুৎ বিল কমানোর দাবিতে, স্বাধীনতার পরে লক্ষ লক্ষ কৃষকের বিক্ষোভ কর্মসূচিতে মোদি সরকারের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ ৩০/১১/২০ তারিখ সন্ধায় সারা ভারত কৃষকসভা বালিপুর অঞ্চল কমিটি এবং সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন বালিপুর অঞ্চল কমিটির উদ্যোগে ছত্রশাল বাজারে , আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে এবং মোদি সরকারের বর্বোরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। অংশগ্রহণ করলেন ক্ষেতমজুর সংগঠনের পক্ষে কমরেড মিঠু মালিক (ব্লক কমিটির সদস্য) কমরেড সেখ পাপ্পু ,কৃষক সংগঠনের পক্ষে কমরেড ভোলানাথ মালিক, কমরেড অজিত যুব সংগঠনের পক্ষে কমরেড উৎপল মালিক, কমরেড রনজিত মালিকসহ 35 জন কর্মী-সমর্থক‌ ভিড়ে ঠাসা বাজারে মানুষ দাঁড়িয়েই পথসভা শুনেছে এবং অনেকেই মোদি সরকারের এই বর্বোরোচিত আক্রমণকে ধিক্কার জানিয়েছে।

সৌরেন বোস:- রিষড়া:-গণআন্দোলনের নেতা, বিদ‍্যাসাগরের ২০০তম জন্মবর্ষ কমিটির সম্পাদক (রিষড়া),ক্রীড়ামোদী, রিষড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, এলাকার বিদ‍্যাসাগর মেলার সংগঠক,সমবায় ও বিজ্ঞান আন্দোলনের সংগঠক মিষ্টভাষী, বিনয়ী প্রয়াত দিলীপ সরকারের মৃত‍্যুতে জেলা বিদ‍্যাসাগর জন্মবর্ষ কমিটি ও জেলা বি,এস,পি,এস র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই।পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।।

জয়দেব ঘোষ-:-রিষড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান,রিষড়া অঞ্চলের শ্রমজীবী মানুষের প্রিয় নেতা, প্রাক্তন যুব নেতা, কমরেড দিলীপ সরকার প্রয়াত। রিষড়ার এক এবং অদ্বিতীয় সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের রূপকার প্রাক্তন পৌরপ্রধান ছিলেন তিনি।

নবনীতা চক্রবর্তী:- শ্রীরামপুর:-আজ সিপিআই(এম) শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে ইন্ডিয়া জুট মিল সহ সমস্ত বন্ধ কলকারখানাগুলো খোলার দাবীতে এবং দিল্লিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল।।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-“কন বানায়া হিন্দুস্থান, ভারত কি মজদুর কিসান…” নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের দেশজুড়ে আন্দোলনকে সংহতি জানিয়ে আজ ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর আঞ্চলিক কমিটির প্রতিবাদ সভা ও পথনাটক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।