রাজ্য

ভূমিকম্পের সময় বাজবে এলার্ম,, নয়া আবিষ্কার শিলিগুড়ির সুব্রত পালের


মাধবী ঘোষ: চিন্তন নিউজ:৫ই মার্চ:- ভূমিকম্পের সময় মানুষকে সতর্ক করতে বেজে উঠবে অ্যালার্ম। এমনই যন্ত্র তৈরি করল শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাসিন্দা সুব্রত পাল।

ইতিমধ্যেই তার এই যন্ত্র সরকারি স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার সেই যন্ত্র নিয়ে হাজির হয় মেয়রের কাছে । তার তৈরি এই যন্ত্রটি প্রথম তুলে দেন মেয়র অশোক ভট্টাচার্যের হাতে । সুব্রত পড়াশোনায় উচ্চমাধ্যমিক পাশ হলেও নেশা ইলেকট্রিক যন্ত্র তৈরি করা। এই নেশায় এনে দিল তার আবিষ্কার ।

সুব্রত জানায়, ভূমিকম্পের সময় রিখটার স্কেলে তিনের উপর পরিমাপ উঠলেই সংকেত দেবে এই যন্ত্রটি ।তখনই মানুষকে সাবধান হতে হবে ।প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারবে সাধারণ মানুষ ।প্রাকৃতিক দুর্যোগের আগে পশুপাখিরা আগাম জানতে পারে ঠিক সেই ভাবেই যন্ত্রটি কাজ করবে বলে জানা গিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।