বিজ্ঞান ও প্রযুক্তি

বরফের অভ্যন্তরে৪০হাজার বছর পর জেগে উঠছে অজানা পোকা । শঙ্কিত বৈজ্ঞানিক মহল


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ৫ই মার্চ। প্রকৃতির অপার রহস্য খুঁজতে গিয়ে মাঝে মাঝে সত্যি বিস্ময়ে হতবাক হতে হয়। আজও কত অজানা তথ্য মাঝে মাঝে ই আমাদের সামনে আসে ।যাতে আমাদের বিস্ময়ের আর সীমা থাকে না।

সম্প্রতি তেমনি এক আশ্চর্যজনক ঘটনার সম্মুখীন হয়েছেন বিজ্ঞানী মহল। জানা গেছে বরফের তলায় ৩২ হাজার ও ৪০ হাজার বয়সী দুটি আজব পোকার সন্ধান পাওয়া গেছে। বৈজ্ঞানিক সূত্রে জানা গেছে যে এতগুলি বছর ধরে তারা বরফের তলায় ঘুমিয়ে ছিল। তাই তারা মানুষের কাছে অজানাই থেকে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দীর্ঘ সময় ধরে তাদের ঘুমিয়ে থাকার কারণ কি? আর এখনই বা হঠাৎ জেগে উঠল কেন? কোনো বহুকোষী প্রাণীর ক্ষেত্রেই এত দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার কোনো রেকর্ড পাওয়া যায় নি। এ ঘটনায় বৈজ্ঞানিক মহল ও বিস্মিত। বিজ্ঞান বিষয়ক পত্রিকা “ডোকলেডি বায়োলজিক্যাল সায়েন্সেস “নামের জার্নালে জানা গেছে যে রাশিয়ান বিজ্ঞানীদের একটি দল এই প্রাচীন পোকার ঝাঁককে আবিষ্কার করেছেন। আরো জানা গেছে এই পোকা নিয়ে গবেষণা করতে গিয়ে তাঁরা বরফের ভেতর থেকে ৩০০ র ও বেশি নমুনা সংগ্রহ করেছেন। তার মধ্যে জেনাস প্যানাগ্রোলাইমাস প্রায় ৩২ হাজার বছরের পুরোনো। রাশিয়ার উত্তর পূর্বে আলজাইয়া নদী থেকে এটি সংগ্রহ করা হয়। অপরটি উত্তর পূর্ব সাইবেরিয়ার কোলিমা নদী থেকে সংগৃহীত।

পোকার সন্ধান পাওয়ার পর শুরু হয় বৈজ্ঞানিক প্রচেষ্টা। বরফের আস্তরণ সরানোর কাজ আরম্ভ করেন তাঁরা। আস্তরণ সরলে পোকাগুলি ধীরে ধীরে গভীর ঘুম থেকে জেগে ওঠে ও নড়াচড়া করতে শুরু করে। এরপর কয়েক সপ্তাহ তাদের ওপর শুধু নজর রাখা হয়। তারপর ২০ ডিগ্রি সেলসিয়াসে তাদের রাখা হয় ও পরে খাবার দেওয়া হয়। পোকাগুলি সে খাবার গ্রহণ করে। এবং তারপরে তারা অযৌন পদ্ধতিতে সন্তানের জন্মও দিয়েছে বলে জানা গেছে।

তবে পোকাগুলি কোনো রোগের জীবাণু বহন করছে কিনা তা এখনও বৈজ্ঞানিকদের কাছে অজানা।অদূর ভবিষ্যতে নিশ্চয় তাঁরা এ ব্যাপারে গবেষণা লব্ধ ফলাফল মানুষের কাছে হাজির করতে পারবেন বলে আশা করা যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।