জেলা

আজকের কলকাতার খবর


চিন্তন নিউজ:৩রা ফেব্রুয়ারি:কাকলি চ্যাটার্জি— আন্দোলনের পীঠস্থান কলকাতা মহানগরীর বুকে আজ মিছিলের ডাক দিয়েছিল ২০১৭ সালের গ্ৰুপ ডি ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীরা। সুনিশ্চিত চাকরির দাবিতে চলে অবস্থান কর্মসূচি।

১০০ দিনের কাজের ব্লুপ্রিন্ট তৈরী করেন যে কর্মীরা, অন্ধকার তাঁদের ভবিষ্যত। নেই ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, নেই সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী ক্যাটগরির ভিত্তিতে বেতন বৃদ্ধি। ২০০৮ পর্যন্ত বেতন ছিল স্হায়ী কর্মচারীদের মতোই। বিগত তেরো বছরে ঘটেছে অবস্থার পরিবর্তন। তাই বকেয়া আদায়ের লক্ষ্যে অবস্থান-বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হল পঞ্চায়েত দপ্তরে।

সারা বাংলা গ্ৰামীণ সম্পদ কর্মী সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হল নবান্ন অভিযান। কলকাতা কর্পোরেশনের পাশে জমায়েত হয়ে মিছিল শুরুহয় নবান্ন অভিমুখে। ৬২ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা, সচিত্র পরিচয়পত্রের দাবিসহ উপযুক্ত বেতনকাঠামোর দাবিতে এই অভিযান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।